ফেনীতে ৫ হাজার পরিবারে ইফতারসামগ্রী বিতরণ

ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ হাজার পরিবারে ইফতারসামগ্রী বিতরণ করেছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সভাপতি আবুল বাশার।
শনিবার (১ এপ্রিল) প্রতি ইউনিয়নের ৪০০ পরিবারকে চেয়ারম্যানদের মাধ্যমে এ ইফতারসামগ্রী তুলে দেন আবুল বাশার। ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, খেজুর ও ছোলা।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, চর মজলিসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল প্রমুখ।
আবুল বাশার বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১০ হাজার পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম