দিনাজপুরের ইউপি সদস্য ইয়াবাসহ টাঙ্গাইলে গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক ইউপি সদস্যসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আকরামুল হক (৪৭) বিরামপুর কঞ্চিগাড়ি গ্রামের নজিবুদ্দিনের ছেলে। তিনি দিওড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। গ্রেফতার অপরজন হলেন দিওড় গ্রামের ওয়াজেদ হোসেনের ছেলে মোক্তার হোসেন (২৮)।
র্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার গোলচত্বর মোড় এলাকায় অবস্থান নেন র্যাব সদস্যরা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা এবং নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, আকরামুল হকের বিষয়ে স্থানীয় দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল বলেন, আকরামুল চিহ্নিত মাদক কারবারি। তার নামে নবাবগঞ্জ এবং বিরামপুর থানায় বেশ কয়েকটি মামলা আছে। মাদক মামলা, পরিষদের অনুপস্থিত থাকা এবং আইন বহির্ভূত কাজ করার কারণে দুই মাস আগে তাকে পরিষদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে র্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় মামলা করা হয়েছে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম