মাদারীপুরে ভোক্তার অভিযানে চার দোকানে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০২৩

মাদারীপুরের রাজৈর উপজেলায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এ অভিযান চালান।

মাদারীপুরে ভোক্তার অভিযানে চার দোকানে জরিমানা

জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি ফলের দোকান ও একটি মাংসের দোকানে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।