দোকানে মিললো ১০০ কেজি নকল লাচ্ছা সেমাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০২ এপ্রিল ২০২৩

বগুড়া সদরে ১০০ কেজি নকল ও মেয়াদোত্তীর্ণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। এসময় দোকানমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালানো হয়। এসময় মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদোত্তীর্ণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।