পানিতে ডুবে প্রবাসীর ছেলের মৃত্যু
ফাইল ছবি
পাবনার আটঘরিয়া উপজেলায় পানিতে ডুবে সাজেদুর রহমান নীল (৫) নামে এক শিশু মারা গেছে।
রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার দেবোত্তর ইউনিয়নের চাঁদভা হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সজল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে সাজেদুর রহমান নীল বাড়ির আঙিনায় খেলা করছিল। সবার অগোচরে এক সময় সে বাড়ির বাইরে চলে যায়। তাকে দীর্ঘ সময় না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবোত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জিকেএস