আখক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ভ্যানচালকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

নাটোরে ধর্ষণ মামলায় রাজা হোসেন (৪৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩ জুলাই এক কিশোরী রাজশাহী থেকে ট্রেনযোগে আব্দুলপুর স্টেশনে নামে। সেখান থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যান। ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন ভিকটিম।

আদালতের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলার রায় ঘোষণা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।