মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

কক্সবাজারে নিজের মেয়েকে ধর্ষণ মামলায় কামাল হোসেন (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়।

সোমবার (৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন।

কামাল হোসেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ঘোনারপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি পূর্ব কলাতলী এলাকার জাহানু বেগমের বাসায় ভাড়া থাকেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম বলেন, আদালতে ১০ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার বিজ্ঞ আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ইমরুল কায়েস মানিক বলেন, আমরা উচ্চ আদালতে যাবো।

মামলা সূত্র জানায়, ২০২১ সালের ১০ এপ্রিল রাত এগারোটার দিকে কক্সবাজার সদরের জাহানু বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে কামাল হোসেন। এরপরে কন্যাকে ভয় দেখি আরও একাধিকবার ধর্ষণ করে। কয়েকমাস পরে কন্যা অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বাবাকে আসামি করে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।