ফাঁকা মাঠে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি, কারাগারে কৃষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ফিজার সরকার (৪৮) নামের এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফিজার সরকার উপজেলা সদরের পারধুনট গ্রামের কোমল সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারধুনট গ্রামের এক যুবক জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর ধরে মালয়েশিয়া অবস্থান করছেন। শ্লীলতাহানির শিকার গৃহবধূ তার দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকেন। সম্প্রতি বাড়ির অদূরে শ্যালো মেশিনের পানিতে কাপড় পরিষ্কার করে তিনি বাড়িতে যাচ্ছিলেন। এসময় ওই মাঠে আগে থেকে অবস্থান করা কৃষক ফিজার সরকার তার পথরোধ করে শ্লীলতাহানি করেন। এসময় প্রবাসীর স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় সামাজিক বিচারের জন্য অপেক্ষা করেন ওই গৃহবধূ। পরে বিচার না পেয়ে সোমবার দুপুরের দিকে ফিজার সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।