বসতঘরে মাদকের দোকান, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

নোয়াখালীতে বসতঘরে দোকান সাজিয়ে মাদক বিক্রির দায়ে কামাল উদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৮টায় কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মধ্য নুর সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল উদ্দিন নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য নুর সোনাপুর গ্রামের মৃত হানিফের ছেলে। তাকে কবিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর ইউনিয়নে জামাল উদ্দিন সাগরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসতঘরে রেখে খুচরা গাঁজা বিক্রির প্রমাণ মেলে। পরে ঘরের মালিক কামাল উদ্দিনকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে কবিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এজাহারসহ আসামি কামাল উদ্দিনকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলা রুজু করে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।