ধাওয়া করে ডাকাত ধরলো পুলিশ এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০২৩

নোয়াখালীর সদর উপজেলায় ধাওয়া করে তিন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও এলাকাবাসী। ডাকাতির প্রস্তুতির সময় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টায় অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাপাতি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

মঙ্গকবার (৪ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের লাশ খাওয়াগো বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩), সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মো. কাজী নুরুল হুদা (২৬) ও একই উপজেলার কাদরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গরুকাটা গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে মো. আলম প্রকাশ আমির (২৮)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ১০-১২ জনের সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন খবরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে তিনটি ধারালো চাপাতি ও দুটি লোহার রডসহ তিনজনে আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।