নবজাতকের পুড়লো পা

থানায় মামলা, হাসপাতালের নার্সসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
নার্সসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ানোর ঘটনায় ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্সসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিঙ্গাইর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- হাসপাতালের নার্স শিরিনা আক্তার (২৮), আয়া দিপালি রাণী দাস (২৮), ক্যাশিয়ার জাহিদ খান (৫২)।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডা. মাহমুদা সুলতানা সাকিসহ চার জনের নামে থানায় মামলা করেন।

আরও পড়ুন: ‘ভুল’ চিকিৎসায় পুড়লো নবজাতকের দুই পা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি।

অস্ত্রোপচারের পর নবজাতক কান্না না করায় অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। নবজাতকটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ভুল চিকিৎসায় নবজাতকের বাবা শুকুর আলী বাদী হয়ে থানায় মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়। হাসপাতালের মালিককে গ্রেফতারে অভিযান চলছে।

বি.এম খোরশেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।