‘পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে নদীর বাঁধ অপসারণ প্রয়োজন’
পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তুরাগসহ বিভিন্ন নদীতে বাঁধ অপসারণের দাবিতে গাজীপুরে সমাবেশ হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর রাজবাড়ি সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলম, যুগ্ম সম্পাদক মো. শহিদুল্লাহ, জীববৈচিত্র্য সম্পাদক মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান ও সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বিপ্লব।
এ সময় বক্তারা বলেন, দখল দূষণে ভরাট ও ভাঙনে বাংলাদেশের নদীগুলো আজ মৃতপ্রায়। এর মধ্যে নতুন করে বাঁধ, অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট এবং স্থাপনা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে নদীগুলোকে গলাটিপে হত্যার আয়োজন করা হচ্ছে।
তারা আরও বলেন, নদ-নদীগুলোকে হাইকোর্ট জীবন্তসত্তা হিসেবে ঘোষণা দিয়েছেন। এরমধ্যে ঢাকার চারপাশে তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা রক্ষায় বিশেষ নির্দেশনাও দিয়েছেন। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে তুরাগ নদী ভরাট করে পানিপ্রবাহ সংকুচিত করে বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বক্তারা তুরাগসহ নদীগুলোর স্বাভাবিক গতিপথ ঠিক রেখে নদী হত্যাযজ্ঞের কাজ বন্ধ করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তাই নদীর পানিপ্রবাহ ফেরাতে বাঁধ অপসারণ প্রয়োজন।
মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম