দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. শাহ্ ইফতেখার আহম্মেদ এ তথ্য জানান।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার মৃত আব্বাস আলীর ছেলে রুবেল হোসেন (৪০), উত্তর গোসাইপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. জাহিদুল (৩২), উত্তর বংশিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আনারুল ইসলাম, ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সজল ইসলাম (২৫)।

আরও পড়ুন: টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি, গ্রেফতার ৪

তিনি আরও বলেন, গ্রেফতাররা সবাই মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষ বেঁধে যায়। 

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেফতার

মুসার নামে ৯টি ও তার সহযোগী শাহাজাহানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে কাঠের হাতলওয়ালা একটি চাইনিজ কুড়াল, তিনটি বিভিন্ন ধরনের লম্বা চুরি, একটি হাঁসুয়া, দুটি টর্চলাইট, দুটি লাইলনের রশি ও একটি পুরাতন লাল রঙের গামছা উদ্ধার করা হয়।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।