কোম্পানীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো বিএসটিআইর অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রি করে আসছিল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস। অভিযান ও জরিমানার বিষয়টি তিনি জাগো নিউজকে নিশ্চিত করেন।

পিয়াস চন্দ্র দাস বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় আল বেইক বেকারিকে ৩০ হাজার টাকা ও আল মদিনা বেকারিকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রি করায় খাজা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী জাগো নিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবার পশু বা মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা বারবার বলার পরও পশুখাদ্য ও ওষুধ বিক্রেতারা লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযানে গেলে খাজা ট্রেডার্স ছাড়া বাকি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।