চিনির সঙ্গে চুন-ফিটকিরি-রং মিশিয়ে হচ্ছে ‘খেজুর গুড়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৭ এপ্রিল ২০২৩
ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

নাটোরের সিংড়া উপজেলায় চিনির সঙ্গে চুন-ফিটকিরি-রং মিশিয়ে হচ্ছে ভেজাল খেজুরের গুড় তৈরির অপরাধে একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ মণ ভেজাল গুড় জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন।

অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এর গুড়ের কারখানায় জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

na-(2).jpg

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধ পরিবেশে খেজুর গুড় তৈরি করে ব্যবসা করা হচ্ছে অথচ খেজুর গুড়ের লেশমাত্র নেই। চিনির পানি জাল দিয়ে চুন, ফিটকিরি, কালার ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে হুবহু খেজুরের গুড় তৈরি করে বাজারজাত করছিলেন ব্যবসায়ী মো. সেলিম। ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আরও বলেন, ৬০ মণ পাটালি ভেজাল গুড়, ৩০ ড্রাম তরল গুড়, ৩০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি ও ১৫ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।