স্বরাষ্ট্রমন্ত্রীর সই জাল করে মামলার তদবিরে পুলিশকে চিঠি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৩
প্রতারণার অভিযোগে গ্রেফতার মোজাম্মেল হক

পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সই জাল করে মামলার তদবিরে পুলিশ কর্মকর্তাকে চিঠি দেওয়ার ঘটনায় মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধে বাড়িঘর, হাঁস, মুরগি ও ছাগল পোড়ানোর একটি মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দুটি আবেদন করেন মোজাম্মেল হক। এমন দুটি আবেদনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুপারিশ সই করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এসব আবেদনে সইসহ সিলমোহর দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে খোঁজ নেন এবং জানতে পারেন, স্বাক্ষর জাল করে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

পুলিশ সুপার সিরাজুল হুদা আরও বলেন, গ্রেফতার মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদন দুটি করেছেন বলে স্বীকার করেন। তবে নিজে নয় তার পরিচিত একজন সই ও সিলমোহর জাল করেছেন বলে জানান। এ চক্রটি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই ও সিলমোহর জাল করে এমন আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সফিকুল আলম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।