পাবনার শ্রেষ্ঠ ওসি অরবিন্দ সরকার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার টানা দুবার পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি তার হাতে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মাননা তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে মার্চ মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। পর পর দুবার অরবিন্দ সরকার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঈশ্বরদী থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।

শেখ মহসীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।