শার্শায় ভারতীয় কসমেটিকসসহ দুই নারী আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৮ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

যশোরের শার্শায় বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকসসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মান্দারতলা জেলেপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, গ্রেফতাররা ভারত থেকে অবৈধ পথে এসব কসমেটিকস নিয়ে যশোর যাওয়ার সময় আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।