হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

নোয়াখালীর রুহুল আমিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পরিচয় গোপন করে দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন।

শনিবার (৮ এপ্রিল) ভোরে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর গ্রামের আবদুল হক ওরফে মিরা ছৈয়ালের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রাসেল আলোচিত রুহুল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে সে পরিচয় গোপন করে বিভিন্নস্থানে পালিয়ে ছিল।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি রাসেলকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।