গাঁজাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৯ এপ্রিল ২০২৩
গাঁজাসহ গ্রেফতার হন অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদার

গাঁজাসহ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদারকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) রাতে অ্যাম্বুলেন্স গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোমেন বরিশাল সদর উপজেলার মহম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের ভেতর মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আতিকুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।