বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পানিতে ডুবে মো. আরমান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দাশের জঙ্গল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান উপজেলার দাশের জঙ্গল গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘসময় শিশু আরমানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন বাবা মনির হোসেন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু আরমানের মা নিপা ইসলাম ইসলাম বলেন, ‘আমি রান্নাঘরে কাজ করছিলাম। ছেলে আরমান তখন খেলা করছিল। একপর্যায়ে আমাদের অগোচরে খেলার ছলে পুকুর পাড়ে চলে যায়।’

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।