প্রধান শিক্ষককে কোপালেন বহিষ্কৃত ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে এক বহিষ্কৃত ছাত্রের বিরুদ্ধে। দুই বছর আগে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এ কারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিরটেক বাজারে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষক মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ (১৯)। তার বাবা শহিদুল ইসলাম খাবাশপুর কলেজের অফিস সহকারী পদে চাকরি করেন।

আহত শিক্ষকের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, সকালে স্কুলের কাজে স্থানীয় বালিরটেক বাজারে যান প্রধান শিক্ষক মিজানুর রহমান। এসময় বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেন। এতে ওই শিক্ষকের মাথায় গভীর ক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

সাইফুল ইসলাম বলেন, বখাটে রাজু নবম শ্রেণিতে পড়াকালে মেয়েদের উত্যক্ত করতো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। পরে ২০২২ সালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ কারণে সে আমার ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিল।

তিনি আরও দাবি করেন, সেইসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার ভাইয়ের দ্বন্দ্ব চলছিল। ম্যানেজিং কমিটির সভাপতির ইন্ধনেই এ ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রাজুকে আটক করতে কাজ করছে পুলিশ।

 

বি.এম খোরশেদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।