পঞ্চগড় সীমান্তে মূর্তিসহ পাঁচ কষ্টিপাথর উদ্ধার
পঞ্চগড়ের বড়শশী সীমান্তে মূর্তিসহ পাঁচটি কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ এপ্রিল) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকা থেকে এসব পাথর উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার বড়শশী বিওপি কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিরসহ বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর দুই নম্বর সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামের ওই সুপারি বাগান ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূর্তি, ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বৌদ্ধমূর্তি এবং প্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টিপাথর উদ্ধার করে।
আরও পড়ুন: সীমান্তে অর্ধকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
এবারও কষ্টিপাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করা হলেও পাচারকারী কাউকে গ্রেফতার করা যায়নি।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, চোরাকারবারিরা কষ্টি পাথরের মূর্তিসহ পাথরগুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি কাউকে আটক করতে পারেনি।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম