লালমনিরহাটে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনহাট
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

লালমনিরহাট সদর উপজেলায় হত্যা মামলায় এক আসামিকে অমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত এরশাদ হোসেন (৩০) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বুনকা গ্রামের নুরজামারের ছেলে।

জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার বুমকা গ্রামের এরশাদ আলী তার চাচাতো ভাই হাবিবুর রহমানকে ধরলা নদীর পাড়ে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়।

পরে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। তবে আসামির এ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমৃত্যু হিসেবে বিবেচিত হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে মামলার বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

রবিউল হাসান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।