অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, দোকান মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৯ এপ্রিল ২০২৩

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে কাপ দইসহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য তৈরির অপরাধে মেসার্স মনচুরি সুইটস অ্যান্ড বেভারেজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ আদেশ দেন।

jagonews24

এ বিষয়ে শিকদার শাহীনুর আলম জানান, অনুমোদনহীনভাবে বেকারি পণ্য তৈরি, মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ ও মূল্য না দেওয়ায় মেসার্স মনচুরি সুইটস অ্যান্ড বেভারেজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।