পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেক, সম্পাদক জাপান
পঞ্চগড় জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে তারেকুজ্জামান তারেককে সভাপতি ও রোকনুজ্জামান জাপানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত চিঠিতে ছয়জনের নাম ঘোষণা করা হয়।
এদের মধ্যে জাহেদুল ইসলাম রাসেল সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মোস্তফা কানন ও যুগ্ম সম্পাদক মিশু ইসলামের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ছয়জনের কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রোকনুজ্জামান জাপান বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হবে।
সফিকুল আলম/আরএইচ/জিকেএস