অস্ত্র নিয়ে টিকটক করা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৮ এএম, ১০ এপ্রিল ২০২৩
ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশীয় অস্ত্রের টিকটক ভিডিও পোস্ট করার পর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে।

রোববার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিল্লাল মৃধাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিন সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর তিনি পোস্টটি ডিলিট করেন। ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।

এর আগে গত ২৫ মার্চ কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তী কারাগারে পাঠানো হয়।

এর আগে ‘অস্ত্র নিয়ে টিকটক, ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ’ ও গত ২৫ মার্চ (শনিবার) ‘কোমরে পিস্তল গোঁজা ছবি ফেসবুকে দিয়ে বিপাকে ছাত্রলীগ নেত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।

 এন কে বি নয়ন/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।