সজনে পাড়া নিয়ে ৩ ভাইকে কুপিয়ে জখম, একজনের কবজি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১০ এপ্রিল ২০২৩

ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় খালাতো ভাইদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে সজনে পাড়া নিয়ে আপন তিন ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ওই তিনজনের মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই ভাইকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিন ভাই ওই এলাকার তারা ফকিরের ছেলে মহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির সীমানার একটি গাছের সজনে পাড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মিজান মল্লিক, তার ভাই আবুল মল্লিক, তাদের বাবা ইসমাইল মল্লিক এবং পরিবারের কয়েকজন নারী সদস্য দা ও ধারালো অস্ত্র নিয়ে ওই তিন ভাইকে কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

jagonews24

পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন বলেন, গুচ্ছগ্রামে দুটি পরিবার পাশাপাশি বসবাস করে। মহসিন ফকিরের সঙ্গে তার আপন খালাতো ভাই মিজান মল্লিক ও আবুল মল্লিকের ১০ বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার সালিশও হয়। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গার একটি গাছ থেকে সজনে পাড়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সৃষ্টি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক রতন সাহা বলেন, আহতদের হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। মোহসিন ফকির নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।