নতুন ট্যাগে পোশাক-জুতার দাম দ্বিগুণ, ৩ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২৩
ঈদ মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ঈদকে ঘিরে নোয়াখালীতে নতুন ট্যাগ লাগিয়ে পোশাক ও জুতার দাম দ্বিগুণ রাখায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগে নোয়াখালী সুপার মার্কেটে অভিযান চালানো হয়েছে। এতে অতিরিক্ত দামে কাপড় ও জুতা বিক্রির প্রমাণ মেলে। পরে ‘অ্যাবে’ ও ‘মহল সুজ’ নামে দুটি জুতার শো-রুমকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং গালিব নামে একটি কাপড়ের শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।