ফসলি জমির মাটি বহনের অপরাধে ৩ ট্রাক্টর জব্দ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে কাটা মাটি বহনের অপরাধে তিন ট্রলি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মালিবুন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকজামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমি পতিত থাকবে না। বাড়ির আশপাশে যেখানে জমি খালি থাকবে সেখানেই আবাদ করতে হবে। বর্তমানে একদল মাটি খেকো কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। ফলে জমি তার উর্বরতা হারাচ্ছে।
তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কোনো কৃষি জমি থেকে মাটি কাটা যাবে না। এর পরিপ্রেক্ষিতে মালিবুনে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনটি ফসলি জমির মাটি বহনের অপরাধে তিনটি ট্রাক্টর জব্দ করা হয়।
আব্দুর রহমান আরমান/এসজে/এমএস