বাগেরহাটে সেফটি ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জে সেফটি ট্যাংক থেকে মিজান সিকদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই ইসরাফিল সিকদারকে (২৫) আটক করেছে।
নিহত মিজান মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌদ্দঘর গ্রামের ভাষান সিকদারের ছেলে।
মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, শুক্রবার রাত থেকে মিজান শিকদার নিখোঁজ ছিল। পরের দিন শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাগান থেকে মিজানের সিকদারের ব্যবহৃত জুতা ও ঘড়ি পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন তার ছোটভাই ইসরাফিল সিকদারকে সন্দেহ করতে থাকে। এক পর্যায়ে জনতা ইসরাফিল সিকদারকে ধরে পুলিশে সোর্পদ করে।
ওসি আরও জানান, আটক ইসরাফিলের স্বীকারোক্তি মতে শনিবার রাত ১০ টায় চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে মিজানের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহত মিজান সিকদার মাদকাসক্ত ছিল। সে প্রায়শই তার মা ও পরিবারের অন্য সদস্যদের মারপিট করে আহত করত। পারিবারিক অশান্তির কারণেই তার ছোট ভাই তাকে হত্যা করেছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
শওকত আলী বাবু/এসএস/এমএস