ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২০


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৬ মার্চ ২০১৬

ভাংচুর, হামলা ও মারামারির ৩ টি মামলায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ঝিনাইদহ শহর ও নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভাংচুর, হামলা ও মারামারির ৩ টি মামলার প্রধান আসামি রবিউল ইসলাম রবি তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে ওই ইউনিয়নের ভিতস্বরা ও যাত্রাপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ১৯ জনকে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।