ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ, পলাতক স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২৩
ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তাসলিমা আক্তার (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ আছেন তার স্বামী আল আমিন (৩৪)।

বুধবার (১২ এপ্রিল) ভোরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে রমিজ উদ্দিন প্রধানের তিনতলা ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ছয় বছর আগে প্রেমের সম্পর্কে কুমিল্লার বুড়িচং থানার বড়বাড়ি গ্রামের গফুর মিয়া ছেলে মো. আল আমিনের সঙ্গে বিয়ে হয় তাসলিমার। তাদের সংসারে চার বছর বয়সী এক ছেলে আছে। স্বামী-স্ত্রী পরিচয়ে চার-পাঁচ মাস আগে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের রমিজ উদ্দিন প্রধানের তিনতলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে দুজনই স্থানীয় কারখানায় কাজ করতেন।

বাড়ির মালিকের মেয়ে সুমাইয়ার আকতার রিমা জানান, বুধবার সেহরি খাওয়ার পর আল আমিন শ্যালক মেহেদী হাসান রিমনকে মোবাইল ফোনে তাসলিমার অসুস্থতার কথা জানিয়ে খোঁজ নিতে বলেন। রিমন উত্তরা থাকায় বিষয়টি তাদের জানালে তাৎক্ষণিকভাবে নিচ তলার ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পাওয়া যায়। দরজা খুলে ভেতরে ঢুকে মুখে রক্তাক্ত অবস্থায় তাসলিমার মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

তাসলিমার মামাতো ভাই মো. রাসেল মিয়া বলেন, ‘তাসলিমার স্বামী নিজেকে অবসর সেনাবাহিনীর সৈনিক বলে পরিচয় দিতেন। তবে আমরা কখনো বিষয়টির সত্যতা পাইনি। তাসলিমার সঙ্গে তার স্বামীর নানা বিষয়ে প্রায়ই ঝগড়া হতো। রোববার তাদের মধ্যে ঝগড়া হলে আমরা পারিবারিকভাবে মীমাংসা করে দেই। তবে কী কারণে কে বা কারা এমন কাজ করেছে তা নিশ্চিত নই। আমরা ধারণা করছি আল আমিনই তাসলিমাকে হত্যার পর পালিয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামীকে আটকের জন্য অভিযান চলছে। তাকে আটক করে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।