গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের আট ইউনিট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টেক্সটাইল কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জাগো নিউজকে বলেন, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের আট ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এসজে/এএসএম