শাজাহানপুরে অটোটেম্পু চালককে হত্যা
বগুড়ার শাজাহানপুরে রাজীব হোসেন শাকিল (১৮) নামের অটোটেম্পু চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার খোট্রাপাড়া ব্রিজের ৪০০ গজ দক্ষিণে খালের পাড় থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিল বগুড়া পৌর এলাকার মালগ্রাম দক্ষিণপাড়ার ওয়েদ আলীর ছেলে।
নিহতের চাচা আব্দুল হামিদ অন্যান্য চালকের বরাদ দিয়ে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সাতমাথা থেকে অজ্ঞাত একজন ছেলে ও মেয়ে শাজাহানপুরের মাদলা যাওয়ার জন্য শাকিলের অটোটেম্পু ভাড়া নেন। ঐ রাতেই টহল পুলিশ খোট্রাপাড়া রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় শাকিলের অটোটেম্পুটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অটোটেম্পু ছিনতাই নয়, অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা শাকিলকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লিমন/এফএ/আরআইপি