ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রী পরিবহন, দুই মাঝির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুরের রামগতিতে ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রী পরিবহনের দায়ে মো. নুরুদ্দিন (৫০) ও মো. বাবুল (৫৫) নামে দুই মাঝিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

এর আগে উপজেলার চর আলেকজান্ডারের বহদ্দারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দণ্ড দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুরুদ্দিন কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের সাহেবেরহাট গ্রামের বাসিন্দা ও বাবুল ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নদীতে এখন নৌকা চালানোতে নিষেধাজ্ঞা রয়েছে। দণ্ডপ্রাপ্তরা ঝুঁকিপূর্ণ নৌকার মাধ্যমে ভোলা জেলায় যাত্রী পরিবহন করে আসছে। ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রী পরিবহনে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে নুরুদ্দিন ও বাবুল মাঝিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, নদীতে নিষেধাজ্ঞা চলছে। এছাড়া নৌকা দিয়ে যাত্রী পারাপার ঝুঁকিপূর্ণ। নৌকাগুলোও ঝুঁকিপূর্ণ। এতে দুই মাঝিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।