রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মহিবুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১২ এপ্রিল ২০২৩

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রংপুর রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

মঙ্গলবার (১১ এপ্রিল) কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য গত মার্চ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মহিবুল ইসলামের নাম ঘোষণা করেন ডিআইজি আবদুল আলীম মাহমুদ।

এছাড়া মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামানকে পুরস্কৃত করা হয়।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।