টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ যুবক আটক
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে র্যাব। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলো- মো. মিন্টু মিয়া (২৩), মো. হৃদয় (১৮), স্বপন (২২), মো. ফয়সাল (২০), মো. রাব্বি (২০) ও শাকিল (২৫)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, দুটি লোহার তৈরি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।
আরও পড়ুন: র্যাবের গাড়িতে ডাকাতি করতে গিয়ে ৮ তরুণ আটক
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সেনাকল্যাণ ভবনের পিছনে নির্জন স্থানে ডাকাত চক্রের সদস্যরা অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় বাসা-বাড়ি, সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর করে। তারা অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিল। এছাড়াও অপরিচিত কেউ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ডাকাতির কার্যক্রম করে। তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছিল।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম