গাজীপুরে আগুনে পুড়লো ৮ বসতঘর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩
আগুনে আটটি ঘর পুড়ে গেছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুবকর।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে ওই গ্রামের আব্দুল খালেকের তালাবদ্ধ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মুহূর্তেই পাশের জয়নাল, তাহের, মনির ও শরীফের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

jagonews24

ফায়ার সার্ভিসের টিম লিডার আরও বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত না থাকলেও আটটি ঘর, নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগুন লাগার বিষয়টি আমরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতা নিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

আব্দুর রহমান আরমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।