প্রতিবেশীর নির্মাণাধীন দেওয়াল ধসে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:৫০ এএম, ১৪ এপ্রিল ২০২৩
নির্মাণাধীন দেওয়াল ধসে শিশু আইরিন আক্তার মারা গেছে

মাদারীপুর সদর উপজেলায় নির্মাণাধীন দেওয়াল ধসে আইরিন আক্তার (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আইরিন আক্তার ওই এলাকার আউয়াল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, আইরিন তার বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী রাজ্জাক হাওলাদারের নির্মাণাধীন দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায় আইরিন ও তার তিন বন্ধু। হঠাৎ দেওয়ালটিতে ধসে পড়ে। এতে চারজনই আহত হয়। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।