শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু, স্ত্রী ও শাশুড়ি আটক
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে শ্বশুরবাড়িতে সুমন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) আটকদের আদালতে পাঠানো হয়।
জানা যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া আদর্শ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমনের সঙ্গে পার্শ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলাপট্টি গ্রামের জামালের মেয়ে রুপার (২১) এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সুমন শ্বশুরবাড়িতে গেলে সেখানে রাত ৮টার দিকে রহস্যজনক মৃত্যু হয় তার।
এ ঘটনায় সুমনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ভূল্লী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এজাহার দিলে পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) আটক করে আদালতে পাঠায়।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, শ্বশুরবাড়িতে সুমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।
তানভীর হাসান তানু/এফএ/এএসএম