পুরোহিত হত্যা : জেএমবি সদস্য হারিজ আলীর স্বীকারোক্তি
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আলমগীর হোসেনের পর এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরেক জেএমবি সদস্য হারিজ আলী।
রোববার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারজিয়া খাতুনের আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন হারিজ আলী।
গত ২১ ফেব্রুয়ারি রোববার পুরোহিত হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাংগা গ্রামের হারিজ আলী, একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ গ্রামের রমজান আলী এবং উপজেলা সদরের কামাত পাড়া গ্রামের আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল, চাপাতিসহ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের আবেদনে আদালত তিন আসামির প্রত্যেকের ১৮ দিন করে রিমান্ড মঞ্জর করেন। গত ১ মার্চ জেএমবি সদস্য আলমগীর হোনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে গ্রেফতারকৃত ছয় জেএমবি সদস্য রিমান্ডে রয়েছে। ঘটনার দিন গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্য ১৫ দিনের এবং ঘটনার পাঁচ দিনের মাথায় গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্যের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদের মধ্যে জেএমবি সদস্য আলমগীর হোসেন ও হারিজ আলী হত্যাকাণ্ডে নিজে সম্পৃক্ত থাকার কথা ১৬৪ ধারায় স্বীকার করলো।
অন্যদিকে, ঘটনার দিন গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্য বাবুল হোসেন, জাহাঙ্গীর আলম এবং খলিলুর রহমান ওরফে খলিল মুন্সি ১৫ দিনের রিমান্ডে রয়েছে।
সফিকুল আলম/এআরএ/পিআর