পদ্মা সেতু এলাকা থেকে গ্রেফতার ভারতীয় নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৬ এপ্রিল ২০২৩

শরীয়তপুর জেলা কারাগারে বাবুল সিং (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বছর ১৭ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে তাকে আটক করেছিল পুলিশ। অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ বাদী হয়ে মামলা দেওয়ার পর ওই দিনই তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারে ২২ ভারতীয় নাগরিক বন্দি ছিলেন। এদের মধ্যে বাবুল সিং এক সপ্তাহ ধরে শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। হঠাৎ শনিবার রাত সাড়ে ১০টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কারাগার থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম জাগো নিউজকে বলেন, বাবুল সিং কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরে গুরুতর অবস্থায় শনিবার রাতে তাকে শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আবদুর রহিম আরও বলেন, রোববার সকালে তার মরদেহ সুরতহাল করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।