নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিনারদী এলাকায় একটি ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত সেন্টু দাস (৫০) জিনারদী এলাকার দিনেশ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিনারদী রেলওয়ে স্টেশনের পাশের একটি নির্মাণাধীন দোতলা ভবনে রং দেওয়ার সময় হঠাৎ নিচে পড়ে যান সেন্টু। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।