ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন আওয়ামী লীগ নেতা বড় মনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০২৩
গোলাম কিবরিয়া বড় মনি

ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে গত রোববার গোলাম কিবরিয়া বড় মনি এবং তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার। তিনি বলেন, হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক গোলাম কিবরিয়া বড় মনির চার সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

এদিকে, কিশোরীর অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ওই কিশোরী ।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।