রোল মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার সিডল টেক্সটাইল মিলস লিমিটেডের রোল মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) গভীর রাতে মিলের ব্যাসিং সাইডে কাজ করার সময় আলামিন গাজী (২০) নামের ওই শ্রমিকের পুরো শরীর রোল মেশিনে ঢুকে কাটা পড়ে। নিহত আলামিন গাজী উপজেলার ধোপাদী পশ্চিম গাজীপাড়া গ্রামের শরিফুল ইসলাম গাজীর ছেলে।
আলামিনের চাচা রবিউল ইসলাম জানান, ভাইপো প্রতিদিনের মতো রাতের ডিউটি করতে মিলে যায়। রাত ৩টার দিকে খবর পাই মিলের ব্যাসিং সাইডে কাজ করতে গিয়ে মেশিনে কেটে মারা গেছে।
শিল্পাঞ্চল পুলিশের এসআই মো. রুহুল আমিন বলেন, আলামিন গাজী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মিলের রোল মেশিনে কাটা পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিলন রহমান/এএইচ/এএসএম