সকালে তরমুজের কেজি ৫০ টাকা, বিকেলে ৬০
চলমান তাপপ্রবাহে সিরাজগঞ্জে বেড়েছে তরমুজের দাম। বিক্রেতারা সকাল-বিকাল দাম বাড়াচ্ছেন। সকালে যে তরমুজ কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, বিকেলে তার দাম ৬০ টাকা।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলার শিয়ালকোল বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা থরে থরে তরমুজ সাজিয়ে রেখেছেন। এখন তরমুজের মৌসুম হলেও বিক্রেতারা বেশি দাম হাঁকছেন। রমজান ও গরমের কারণে ৪-৫ কেজি ওজনের একটি তরমুজ শহরে ২৪০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩-৪ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ১৮০-২৪০ টাকায়। অন্যদিকে শিয়ালকোল বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। যা গত কয়েকদিন আগে ছিল ৩৫ টাকা।
শিয়ালকোল বাজারের তরমুজ বিক্রেতা আবু সাইদ জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ গরম পড়ছে। এ কারণে তরমুজের চাহিদা বেশি। তবে পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই আমরাও একটু বেশি দামে বিক্রি করছি।’

তরমুজ কিনতে আসা শ্যামপুর গ্রামের আব্দুল মমিন বলেন, পরিবারের ছোট মেয়ের আবদার রক্ষার জন্য দাম বেশি হলেও তরমুজ কিনতে হচ্ছে। এটি রসালো ফল। ইফতারে পানিশূন্যতা দূর করার জন্য ভালো খাদ্য।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় জাগো নিউজকে বলেন, তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। এজন্য প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া উচিত। সন্ধ্যার পর থেকে রোজাদারদের বেশি বেশি পানি ও ফলমূলসহ শরবত পান করতে হবে।

সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বাতাস লাগলেই মনে হয় যেন আগুনের ছিটা আঘাত হানছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রির ওপরে রেকর্ড করা হচ্ছে।
তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দিন পর্যন্ত এ তাপপ্রবাহ থাকবে। এরপর বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে তাপপ্রবাহ কমে যাবে।
এম এ মালেক/এসআর/এএসএম