গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেলো মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২০ এপ্রিল ২০২৩

যশোরের অভয়নগর উপজেলায় গরুর শিংয়ের আঘাতে আলী মিনা (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার শংকরপাশা-আমতলা সড়কের চাকই গরুহাট সংলগ্ন হাজরাতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আলী মিনা নড়াইলের শীমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মাওলানা বিভাগের ছাত্র ছিলেন।

মিনার ভগ্নিপতি বুলবুল শেখ বলেন, শ্যালক বুধবার দুপুরে ঈদের দাওয়াত দিতে তার বাড়িতে আসে। এদিন ইফতারি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে চাকই গরুহাট এলাকার হাজরাতলা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনে থাকা একটি গরুর শিং তার মাথার ডান পাশে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় মিনাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, মাদরাসাছাত্রের মাথায় গরুর শিংয়ের আঘাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জাগো নিউজকে বলেন, দুর্ঘটনাস্থল নড়াইলের মধ্যে হওয়ায় আইনগত ব্যবস্থা সেখানকার থানা নেবে। অভয়নগর থানার পক্ষ থেকে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে।

মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।