বোরোক্ষেত দেখতে যাওয়ার সময় প্রবাসীকে কুপিয়ে হত্যা
মেহেরপুর সদর উপজেলায় বোরোক্ষেত দেখতে যাওয়ার সময় শরিফুল ইসলাম (৩৩) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ওই গ্রামের বাবর আলীর ছেলে।
নিহতের স্ত্রী রুবিনা খাতুন জানান, তার স্বামী শরিফুল ইসলাম ও একই গ্রামের আকছেদের ছেলে খোকনের সঙ্গে বিদেশ যাবার টাকা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। বিকেলে রাইপুর গ্রামের হাতিভাঙ্গা মাঠে বোরোক্ষেত দেখার জন্য বাড়ি থেকে বের হন শরিফুল। মাঠের একটি ব্রিজের কাছে পৌঁছালে খোকনসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। সেখানে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, হত্যাকারী খোকনকে চিহ্নিত করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসজে/জেআইএম