ঈদযাত্রা

নাড়ির টানে ঝুঁকি নিয়ে পিকআপে ছুটছেন ঘরমুখো মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৮ এএম, ২১ এপ্রিল ২০২৩

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ১৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হলেও মহাসড়কে ঘরমুখো মানুষের তেমন ভিড় ছিল না। কিন্তু বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ গ্রামের ছুটতে শুরু করেছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পিকআপভ্যানে চড়ে গ্রামে ফিরছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পোশাক কারখানা বন্ধ হওয়ায় আজ প্রায় সব শ্রমিক বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যে যেভাবে পারছেন শিকড়ের টানে যাচ্ছেন। তবে, অধিকাংশ পোশাকশ্রমিক, দিনমজুরকে পিকআপভ্যানে করে গ্রামে যেতে দেখা গেছে। ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে তারা এভাবে যাচ্ছেন বলে জানিয়েছেন।

পোশাকশ্রমিক খালেক বলেন, বাসে অনেক টাকা ভাড়া চাইছে তাই উপায় না পেয়ে পিকআপে কইরা বাড়িতে যাইতাছি।

আলী আহমেদ নামে আরেক যাত্রী বলেন, বাসের জন্য অনেক সময় দাঁড়ায় আছি। ঢাকা থেকে সব বাস যাত্রী নিয়ে আসতাছে সিট খালি নাই। দাঁড়ায় গেলেও ভাড়া বেশি চায়। তাই জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ কইরা যাইতাছি। ঝুঁকি ছাড়া জীবনে কী আর আছে?

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, আজ সন্ধ্যার পর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ থাকলেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। পাশাপাশি হোন্ডা টিম, মোবাইল টিম কাজ করছে। এছাড়া যেকোনো যানবাহন বিকল হলে মহাসড়ক থেকে তা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। আশা করছি, এবারের ঈদযাত্রা সবার নির্বিঘ্ন হবে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।